‘২৫ মার্চ হোক আন্তর্জাতিক গণহত্যা দিবস’ এই দাবিতে কুড়িগ্রাম জেলার কেন্দ্রীয় শহীদ মিনার এ মৌণ প্রতিবাদ ও প্রদীপ প্রজ্জ্বলন
এক তর্জনী, এক দেশবঙ্গবন্ধুর বাংলাদেশ।।ওয়ান বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখা, আয়োজনে ‘২৫ মার্চ হোক আন্তর্জাতিক গণহত্যা দিবস’ এই দাবিতে আজ সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার এ মৌণ প্রতিবাদ ও প্রদীপ প্রজ্জ্বলিত করা হয়।কৃষিবিদ ডক্টর শাহনাজ বেগম নাজুসাধারণ সম্পাদকওয়ান বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখা।