ওয়ান বাংলাদেশ নাটোর জেলা শাখা
আজ ২৫ মার্চ। এই রাতে দেশের নিরীহ নিরস্র বিভিন্ন শ্রেণীপেশার মানুষের উপর ঝাঁপিয়ে পরেছিল। হানাদার বাহিনী হত্যা করেছিল অগণিত মানুষকে। দেশের সকল শহীদদের সন্মান ও শ্রদ্ধা জানাতে ‘ওয়ান বাংলাদেশ’ নামের সংগঠন বিশেষ কর্মসূচী গ্রহন করে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সংগঠনটির জেলা কমিটির আয়োজনে নাটোর শহরের স্বাধীনতা চত্ত্বরে কেন্দ্রীয় স্মৃতিসৌধে সকল শহীদদের স্মৃতিচারণ করে মোমবাতি প্রজ্বলন করে এক মিনিট নীরবতা পালন করেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় ২৫ শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস এবং পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।






