July 24, 2024
অফিসঃ ৬৯/ডি/১, রোডঃ ৬/এ, ধানমন্ডি, ঢাকা ১২০৯, বাংলাদেশ

সংগঠেনর নাম: ওয়ান বাংলাদেশ

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি সামাজিক সংগঠন৷

লক্ষ্যঃ

মুক্তিযুদ্ধের চেতনায়, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সকল পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে বুদ্ধিবৃত্তিক, অসাম্প্রদায়িক এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা পালন৷

উদ্দেশ্যঃ

১. রাষ্ট্রের চার মূলনীতি; জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি, গণযোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলাসহ নানাবিধ উদ্যোগ গ্রহণ করা ।
২। শিক্ষা ও গবেষণা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য, শিল্প ও সংস্কৃতি নিয়ে কাজ করা এবং ক্রীড়া ও সৃজনশীল প্রতিভার বিকাশে সক্রিয় ভূমিকা রাখা ।
৩. বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সঠিক ইতিহাস প্রণয়নে, বাঙালি সংস্কৃতির বিকাশে বিভিন্ন গবেষণা, তথ্য-উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ, তথ্য ভাণ্ডার গঠন ও উপস্থাপন করা৷
৪. সাম্প্রদায়িক অপশক্তি, জঙ্গিবাদী গোষ্ঠী এবং মুক্তিযুদ্ধের আদর্শ বিরোধী রাজনৈতিক ও অন্যান্য অপশক্তির প্রচার-প্রকাশনা এবং দেশবাসীকে বিভ্রান্ত করার অপপ্রয়াসের বিরুদ্ধে উদ্যোগ নেয়া।
৫. জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে উদ্যোগ গ্রহণ, অংশগ্রহণ এবং প্রচার প্রচারণার মাধ্যমে দেশের মানুষকে উদ্বুদ্ধ করা৷
৬. জঙ্গিবাদ, উগ্রবাদ, ধর্মীয় আগ্রাসন, মৌলিক অধিকার হরণ, যুদ্ধ ও যেকোনো সংঘাত নিরসনে অগ্রণী ভূমিকা পালন করা।
৭. সকল প্রকার বৈষম্য, অনাচার ও অন্যায় নিরসন করে সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা পালন করা ।
৮. বিশ্ব উষ্ণতা, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণসহ সকল প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনসচেনতা সৃষ্টি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।