ওয়ান বাংলাদেশ সম্পর্কে
সংগঠেনর নাম: ওয়ান বাংলাদেশ
বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি সামাজিক সংগঠন৷
লক্ষ্যঃ
বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বুদ্ধিবৃত্তিক, অসাম্প্রদায়িক এবং সমৃদ্ধ সোনার বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা পালন৷
উদ্দেশ্যঃ
১. বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসম্প্রদাক্তয়িক, ভেদ-বৈষম্যহীন, গণতান্ত্রিক ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গঠনে জনসচেতনতা সৃষ্টি ও গণযোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা৷
২. বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সঠিক ইতিহাস প্রণয়ণে, বাঙালী সংস্কৃতির প্রগতিশীল বিকাশে বিভিন্ন গবেষণা, তথ্য-উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ, তথ্য-ভান্ডার গঠন ও উপস্থাপন করা৷
৩. মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রাখা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংগঠন ও জনগণের মাঝে পারস্পরিক যোগাযোগ স্থাপন৷
৪. সাম্প্রদায়িক অপশক্তি, জঙ্গীবাদী গোষ্ঠী এবং মুক্তিযুদ্ধের আদর্শ বিরোধী রাজনৈতিক ও অন্যান্য অপশক্তির প্রচার-প্রকাশনা এবং দেশবাসীকে বিভ্রান্ত করার অপপ্রসারে জবাব দান এবং তাদের বিরুদ্ধে সংগঠিত হওয়া ও সংগঠিত হতে উদ্ধুদ্ব করা৷
৫. জনকল্যানমূলক বৈষম্য দূরীকরণে বিভিন্ন অংশগ্রহণ এবং প্রচার প্রচারণার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করা৷
৬. যুদ্ধাপরাধহ সকল মানবতা বিরোধী অপরাধের বিচার সম্পন্ন ও বাস্তবায়নের লক্ষ্যে এবং উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদ এর বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা এবং এই লক্ষ্যে অন্যান্য সকল কর্মকান্ডে সম্পৃক্ত হওয়া৷
৭. বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত অন্য যে কোন সংগঠন ও উদ্যোগের সাথে যোগাযোগ স্থাপণ, অংশগ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে সকল পদক্ষেপ গ্রহণ করা৷
৮. রাষ্ট্র ও সমাজে মুক্তচিন্তার চর্চা, কুসংস্কার, রক্ষনশীলতা, পশ্চাত্পদ ধ্যান ধারণা, এবং নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে সাধ্যমত প্রকাশনা, প্রচারণা করা এবং শিশু কিশোরসহ নতুন প্রজন্মকে আধুনিক, বিজ্ঞান মনস্ক দেশ প্রেমিক দৃষ্টিভঙ্গিতে গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব আরোপসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহন করা এবং সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হওয়া৷
৯. একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বহুমূখী সৃজনশীল কাজের মাধ্যমে সাধ্যমতো ভূমিকা রাখা ও সামাজিক সাংস্কৃতিক আন্দোলনে যুক্ত হওয়া।
১০. বিশ্ব উষ্ণতা, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ প্রভৃতির বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি ও কার্যকর প্রতিরোধ গড়ে তোলার পক্ষে প্রচারণা করা।
১১. আন্তর্জাতিক অঙ্গনে অস্ত্র প্রতিযোগিতা, যুদ্ধ ও আগ্রাসনের বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং বিশ্ব-শান্তি, আঞ্চলিক সহযোগিতা এবং দারিদ্র বিমোচন প্রভৃতি ইস্যুতে জনমত গড়ে তোলার বহুমুখী উদ্যোগ গ্রহণ।
১২. নারী নির্যাতন বন্ধ, নারীর অধিকার ও মর্যাদা সংরক্ষণে জনসচেতনতা তৈরি ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ।
১৩. বাঙালি জাতির শিক্ষা, সভ্যতা, কৃষ্টি, ভাষা, শিল্প-সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া বিকাশে উদ্যোগ গ্রহণ।
১৪. সকল জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে প্রগতিশীল ও মুক্ত চিন্তার চর্চায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ।