July 25, 2024
অফিসঃ ৬৯/ডি/১, রোডঃ ৬/এ, ধানমন্ডি, ঢাকা ১২০৯, বাংলাদেশ
কার্যক্রম রাঙ্গামাটি

রাঙ্গামাটি জেলা কমিটির পক্ষ থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন

১৫ আগস্ট ২০২২ জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে One Bangladesh রাঙ্গামাটি জেলা কমিটির উদ্যোগে রাঙ্গামাটির কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গনে মোমবাতি প্রজ্জলণ ও ফাণুস উড়ানো এবং শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালনসহ সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।এসময় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাঞ্চন চাকমা, বিশিষ্ট শিক্ষাবিদ নিরুপা দেওয়ান, রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি টুকু তালুকদার, সহ সভাপতি অ্যাডভোকেট দর্শন চাকমা ঝন্টু, সদস্য সিনিয়র সাংবাদিক সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জুয়েল সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, ইতিহাস ও মুক্তিযুদ্ধ সম্পাদক সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা, যুগ্ম সমাজসেবা সম্পাদক অনুকণা চাকমা, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক ক্যামেলিয়া দেওয়ান, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মেজবাহ উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুফান চাকমা এবং দিব্যেন্দু চাকমা (উন্নয়ন কর্মী) সহ কেন্দ্রীয় কমিটির ইমার্জেন্সি রেসপন্স সেক্রেটারি সেতু চাকমা উপস্থিত ছিলেন।