ওয়ান বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৯ এপ্রিল বিকাল ৪.০০টায় ইফতার বিতরণ।
ওয়ান বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি নিয়াজ মোঃ নাজমুল ও সাধারণ সম্পাদক কৃষিবিদ ডক্টর শাহনাজ বেগম নাজুর উদ্যোগে রোজদারদের জন্য ইফতার সামগ্রী বিতরণ করেছে ওয়ান বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা। শহরের তিনটি স্থানে পৃথকভাবে এই ইফতার সমাগ্রী বিতরণ করা হয়। কুড়িগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় দুস্থ্য নারীদের হাতে ইফতার প্যাকেট তুলে দেয়া হয়। পরে কুড়িগ্রাম সরকারি শিশু পরিবারে এতিম শিশুদের কাছে ইফতার উপহার প্রদাণ করা হয়। অতঃপর ক্যাতার মোড় এলাকার পথচারীদের মাঝে ইফতারের প্যাকেট বিতরণ করা হয়।
এ সময় ইফতার বিতরণে উপস্থিত ছিলেন মোঃ রাসেদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কুড়িগ্রাম সদর। আরো উপস্থিত ছিলেন ওয়ান বাংলাদেশ, কুড়িগ্রাম জেলার সম্মানিত সদস্যগণ – ডাঃ এস এম আমিনুল ইসলাম, সাজ্জাদ হোসেন, শেখ রিয়াজুল হক বাবুল, নন্দীতা চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, প্রতীমা চৌধুরী, লীলাবতী দেব, ইউসুফ আলমগীর, গিয়াস খান, ইব্রাহীম আলী, ওয়াহিদ বাপ্পী।





