One Bangladesh

মামুনুল হুজুরের সব ইতিহাস একসাথে

*মামুনুল হুজুরের সব ইতিহাস একসাথে জানুন …. *পরস্ত্রীসহ জনতার হাতে আটক মামুনুল হকের যৌন বিকৃতি এইবারই প্রথম নয়। ১৯৯৪ সালে ঢাকা মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া মাদ্রসার ছাত্র থাকাকালীন সময়ে মিশকাত/ফজিলত জামাতে শিক্ষার্থী থাকা অবস্থায় এক শিশুর সাথে সমকামিতায় ধরা পরলে প্রমাণ সাপেক্ষে উক্ত মাদ্রাসার নায়েবে মুতামিম( ভাইস প্রিন্সিপাল) মুফতি মানসুরুল হক তাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করেন।পড়াশোনা শেষ করে শিক্ষকতা পেশায় যোগদানের পরও তিনি এই যৌন বিকৃতি থেকে নিজেকে মুক্ত করতে পারেন নি। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলাস্থ জামিয়া নেজামিয়া বেতুয়া মাদ্রাসায় শিক্ষকতার সময়ে নুরুল আলম নামে এক শিক্ষার্থীকে সমকামিতায় বাধ্য করে। যা প্রমাণিত হওয়ায় উক্ত মাদ্রাসার মুহতামীম ( অধ্যক্ষ) মাওলানা মাহমুদুল আলমের স্বাক্ষরে তাকে শিক্ষকতা থেকে অব্যাহতি প্রদান করা হয়।https://www.dhakatv.net/index.htm/240#মামুনুলহক#নারীকেলেঙ্কারি#ইতিহাস+3