One Bangladesh

তারুণ্যের উদ্দীপনায় শেখ জামাল শীর্ষক বিশেষ ওয়েবিনার

বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামালের জন্মবার্ষিকী উপলক্ষে ওয়ান বাংলাদেশের উদ্যোগে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-

প্রফেসর ড. মো. মাহবুবর রহমান,সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। এছাড়া উপস্থিত ছিলেন -প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন,সাবেক উপ-উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আরো উপস্থিত ছিলেন-অধ্যাপক ড. মোঃ শাহ্‌ আজম,রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং প্রফেসর ডঃ অঞ্জন কুমার চৌধুরী,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় , এবং প্রফেসর মোঃ রশীদুল হাসান,প্রেসিডেন্ট, ওয়ান বাংলাদেশ। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন নবনীতা চক্রবর্তী,হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেক্রেটারি, ওয়ান বাংলাদেশ। অনুষ্ঠানটি ২৮ এপ্রিল ২০২১ তারিখে রাত আটটা শুরু হয় এবং ১ঘন্টা ২৪ মিনিট পর্যন্ত একটি চমৎকার আলোচনা চলতে থাকে। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. মাহবুবর রহমান, তারপর বক্তব্য রাখেন -প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন, তারপর বক্তব্য রাখেন

অধ্যাপক ড. মোঃ শাহ্‌ আজম ও প্রফেসর ডঃ অঞ্জন কুমার চৌধুরী,্ এবং সর্বশেষ বক্তব্য রাখেন প্রফেসর মোঃ রশীদুল হাসান।

অনুষ্ঠানটিতে সকলে পর্যায়ক্রমিকভাবে আলোচনার মাধ্যমে অনেক তথ্য সকলের মাঝে শেয়ার করেছেন। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট প্রফেসর মোঃ রশীদুল হাসান তার চমৎকার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।