One Bangladesh

তারুণ্যের মননে জাতির পিতা

আজ সন্ধ্যা ৭.৩০ মিনিটে ওয়ান বাংলাদেশ মেহেরপুর জেলা কমিটি কর্তৃক আয়োজিত আলোচনা সভা “তারুণ্যের মননে জাতির পিতা” অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে ওয়ান বাংলাদেশের ফেসবুক পেজ থেকে।

উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন-

 • প্রফেসর মোঃ রশীদুল হাসান
  সভাপতি, ওয়ান বাংলাদেশ
  অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়
 • ড. কানিজ আকলিমা সুলতানা
  সহ-সভাপতি, ওয়ান বাংলাদেশ
 • গোলাম ফারুক সরকার
  সহযোগী অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়
 • মোঃ ইমরান হোসেন
  সহ-সভাপতি, মেহেরপুর জেলা, ওয়ান বাংলাদেশ
 • সাইদুর রহমান
  আই টি ইঞ্জিনিয়ার, অরেঞ্জ বিসনেস সার্ভিস
 • মোঃ মুর্তজা হাসান
  ছাত্র, টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিখ

  সঞ্চালনায় থাকবেন-
 • মোঃ মশিউর রহমান সজল
  সাধারণ সম্পাদক, মেহেরপুর জেলা, ওয়ান বাংলাদেশ

সবাইকে দেখার আমন্ত্রণ রইল।

Page Link: One Bangladesh