One Bangladesh

গণমাধ্যমের নামে ভুয়া খবর ছড়াচ্ছে মামুনুল সমর্থকরা

সবাইকে শেয়ার করে জানিয়ে দিন মামুনুলের রুহানি মুরিদদের গুজব কর্মকান্ডের কথা
মামুনুল হকের ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি করা ওই নারীর ছেলে আব্দুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে তিন মিনিট দুই সেকেন্ডের একটি বক্তব্য দেন। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওটি মিথ্যা বলে একটি জাতীয় সংবাদমাধ্যমের লোগো ব্যবহার করে ‘মোহাম্মদ মাহদী হাসান’ নামে একটি আইডি।
আরবিতে লেখা ‘মোহাম্মদ মাহদী হাসান’ নামের ওই আইডি থেকে দেশের জাতীয় দৈনিক ‘যুগান্তরের’ লোগো ব্যবহার করে লেখা হয়েছে ‘মামুনুল হকের বিরুদ্ধে অভিযোগকারী সেই ছেলে লাইভে এসে ক্ষমা চাইলো’। ভুয়া নিউজটি নিজের ফেসবুকে শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেন, ‘ আমি মিথ্য বলেছি! অতপর কেঁদে কেঁদে ক্ষমা চাইলো অভিযোগকারী সেই ছেলে’।
https://m.somoynews.tv/pages/details/272276

গুজব #মামুনুল #হেফাজত