One Bangladesh

খ্যাতিমান ও বিশিষ্ট নাট্যকার মান্নান হিরা’র মৃত্যুতে শোক প্রকাশ

ওয়ান বাংলাদেশ’ আয়োজনে স্বনামধন্য নাট্যকার মান্নান হীরা রচিত ও চবি নাট্যকলা বিভাগের সহায়তায় ‘ইনডেমনিটি একটি কালো আইন’ শীর্ষক নাটক ২৬ সেপ্টেম্বর ২০১৯ বিকাল ৫.৩০ টায় চবি উন্মুক্ত মঞ্চে প্রথম মঞ্চস্থ হয়। নাটকের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। ওয়ান বাংলাদেশ, চট্টগ্রাম শাখার সমন্বয়ক হিসেবে আমি চবি সাবেক সহকারী প্রক্টর জনাব রেজাউল করিম পুরা নাটকটির co- ordination ছিলাম ,”ওয়ান বাংলাদেশ” প্রেসিডেন্ট প্রফেসর রশিদুল হাসান এর নির্দেশে স্বনামধন্য নাট্যকার মান্নান হীরা ভাইয়ের সাথে নাটকটি নিয়ে বেশ অনেকবার কথা হয়েছিল ।

গত ১৫/১১/২০১৯ইং তারিখে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি আয়োজিত মান্নান হীরার রচনায় নাটক ইনডেমনিটি উপর আলোচনা সভায় আমি বিশেষ অতিথি উপস্থিত ছিলাম ঢাকার শিল্পকলা একাডেমীতে ,তখন ওনার সাথে সরাসরি দেখা হয় ,”ইনডেমনিটি একটি কালো আইন” এর ইতিহাস এতো সুন্দর ভাবে তুলে ধরে ছিলেন মান্নান হীরা ভাই। ,”ইনডেমনিটি একটি কালো আইন” নাটকটি হয়তো ” ওয়ান বাংলাদেশ ” বাংলাদেশের আনাচে কানাচে মঞ্চায়িত হবে ,কিন্তু হীরা ভাইয়ের নির্দেশনা আমরা আর পাবো না ,মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নাটকের মাধ্যমে তুলে ধরার জন্য মতো এই রকম হীরা হয়তো আমরা পাবো না ,আমরা আপনাকে অনেক miss করবো হীরা ভাই ।

ভাল থাকবেন ওপারে, মান্নান হীরা ভাই।

— প্রফেসর মোঃ রশীদুল হাসান, প্রেসিডেন্ট, ওয়ান বাংলাদেশ