One Bangladesh

খাদ্য সামগ্রী বিতরণ

মহাকালের মহানায়ক স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেজাউল করিমের উদ্যোগে সামাজিক সংগঠন ‘ওয়ান বাংলাদেশ’ এবং মানবিক সংগঠন ‘এসো মানুষের জন্য কিছু করি’ এর সহযোগিতায় ১৮ আগস্ট ২০২১ দুপুর ১২.৩০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘স্মরণ চত্বর’ -এ অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে। এ সময় চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফা, ওয়ান বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার এর সভাপতি ও চবি জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সহযোগী অধ্যাপক জনাব রেজাউল করিম উপস্থিত ছিলেন। এ ছাড়াও সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মাদ মামুন, বাংলাদেশ ছাত্রলীগ চবি শাখার সভাপতি জনাব রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন টিপুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া উক্ত সংগঠনের পক্ষ থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল ও করা হয়।