One Bangladesh

এসো মানুষের জন্য কিছু করি

আজকেও ২য় দিনের মতো বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এবংচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেজাউল করিমের উদ্যোগে ” ওয়ান বাংলাদেশ “এবং সামাজিক সংগঠন ” এসো মানুষের জন্য কিছু করি ” আয়োজনে পথচারী ,রিকশাওয়ালা,দিন মজুর ,ফকির এবং অসহায় মানুষের মাঝে তৈরি ইফতার বিতরণ করা হল । এই পুণ্যকাজে উপস্থিত ছিলেন “ONE BANGLADESH চট্টগ্রামজেলা শাখার সহ সভাপতি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাউঞ্চিলর Jesmin Pervin Jessy। শেষ রমজান পর্যন্ত প্রতিদিন ১০০জন পথচারী ,গরিব এবং অসহায় মানুষের মাঝে তৈরি ইফতার বিতরণ করা হবে ।+7940People